বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

মেসি-নেইমার নেই, হার দিয়ে নতুন বছর শুরু পিএসজির

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ২ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

মেসি-নেইমার নেই, হার দিয়ে নতুন বছর শুরু পিএসজির

ছবি- ইন্টারনেট

বিশ্বকাপ শেষে এখনও ক্লাবে যোগ দেননি লিওনেল মেসি। কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি আরেক তারকা নেইমার। এই দুই জনকে ছাড়া বছরের প্রথম ম্যাচে খেলতে নেমে হারের তিক্ত স্বাদ পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। লিগ ওয়ানের ম্যাচে লঁসের কাছে হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।

পিএসজির সামনে সুযোগ ছিল জিতে ব্যবধান ১০ পয়েন্টে এগিয়ে নেওয়ার। বছরের শুরুর খেলতে নেমে তা পারেনি গালতিয়েরের দল।

মেসি-নেইমার খেলেননি। অন্য তারকা কিলিয়ানে এমবাপ্পে খেলেছেন। তবে সেভাবে কিছু করে দেখাতে পারেননি। সুযোগ পেলেও পারেননি লক্ষ্যভেদ করতে।

নিজেদের মাঠে ম্যাচ শুরুর ৫ মিনিটে ফ্রাঙ্কোভস্কি দারুণ গোলে লঁসকে এগিয়ে নেন। তিন মিনিট পর পিএসজি সমতায় ফেরে। সমতায় ফেরান উগো একিতিকে। লোইস ওপেন্দা ২৮ মিনিটে আবার স্বাগতিকদের এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ক্লদমরিস।

এরপর আর গোল ব্যবধান বাড়েনি। বল দখলে এগিয়ে থেকেও হার এড়াতে পারেনি ফ্রান্সের সেরা দলটি।

মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলেও শীর্ষস্থানেই আছে পিএসজি। ‌১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।

এনসি/

সর্বশেষ