শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

পণ্য আমদানিতে কোটা সুবিধার আশ্বাস ভারতের

অর্থনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ২৭ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

পণ্য আমদানিতে কোটা সুবিধার আশ্বাস ভারতের

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভারত থেকে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো আমদানিতে কোটা সুবিধা করে দেয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে ভারত। সম্প্রতি তার ভারত সফর নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ভারত থেকে চাল, গম,চিনি,পেঁয়াজ, রসুন,আদা ও ডালসহ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো আমদানিতে কোটা সুবিধা করে দেয়ার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে ভারত। এই কোটা সুবিধা পেলে তারা এখন যেভাবে যখন তখন তাদের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় সেটা আর করতে পারবেনা।

মন্ত্রী আরও বলেন, দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা প্রদান, বিভিন্ন প্রকার শুল্ক, অশুল্ক সমস্যা কাটিয়ে বাণিজ্য সহজ করাসহ ব্যবসায়ীদের জন্য দীর্ঘ মেয়াদী ভিসা দেয়ার অনুরোধ জানানো হয়েছে ভারতকে।

বানিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-সেপা গঠনের জন্য ইতিবাচক অগ্রগতি হয়েছে। করোনার কারণে বন্ধ থাকা বর্ডার হাট শীঘ্রই চালু করা হবে বলে বৈঠকে দুই দেশের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।

এনসি/

সর্বশেষ