সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

আজ থেকে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ৩ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৬:৫০, ৩ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

আজ থেকে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই

ছবি- ইন্টারনেট

কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে কোন বিরতি না দিয়েই আজ থেকে শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। প্রথম দিনে দুটি ম্যাচ আয়োজিত হবে। খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে রাত একটায় লড়বে এবারের বিশ্বকাপের হট ফেবারিট আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া।

এই ম্যাচটি হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে। গ্রুপ এ-র শীর্ষে থেকে শেষ ষোলো ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সেনেগাল।

গ্রুপ বি থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে যথাক্রমে ইংল্যান্ড ও আমেরিকা। গ্রুপ সি-র শীর্ষে শেষ করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড।

গ্রুপ ডি-র শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ই থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় উঠেছে যথাক্রমে জাপান ও স্পেন।

গ্রুপ এফ থেকে প্রথম হয়ে পরের রাউন্ডে গিয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া। গ্রুপ জি থেকে ব্রাজিল ও সুইৎজারল্যান্ড উঠেছে শেষ ষোলোয়। আর গ্রুপ এইচ-এর শীর্ষে শেষ করেছে পর্তুগাল। দ্বিতীয় স্থানে শেষ করেছে দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপের শেষ ষোলোর সূচি:

৩ ডিসেম্বর : নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র, রাত ৯টা

৪ ডিসেম্বর : আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, রাত ১টা

৪ ডিসেম্বর : ফ্রান্স-পোল্যান্ড, রাত ৯টা ৫ ডিসেম্বর : ইংল্যান্ড-সেনেগাল, রাত ১টা

৫ ডিসেম্বর : জাপান-ক্রোয়েশিয়া, রাত ৯টা

৬ ডিসেম্বর : ব্রাজিল-দক্ষিণ কোরিয়া, রাত ১টা ৬ ডিসেম্বর : মরক্কো-স্পেন, রাত ৯টা

৭ ডিসেম্বর : পর্তুগাল-সুইজারল্যান্ড, রাত ১টা

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়