বাংলাদেশী ফ্যাশন মডেল রিফাত
সম্প্রতি বাংলাদেশী ফ্যাশন মডেল রিফাত মুম্বাই গেছেন। রিফাত তার ভারত সফর শুরু করেছেন মুম্বাই থেকে। অতি সম্প্রতি শেষ হওয়া মুম্বাই ফ্যাশন উইক এ দেখা গেছে তরুণ এ মডেলকে। মুম্বাই ফ্যাশন উইক এ ভারতীয় বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রাই ক্রিসরির পোশাককে রিপ্রেজেন্ট করেন মডেল রিফাত।
সাধারণত মুম্বাইতে বাংলাদেশী মডেলদের খুব কম দেখা যায়। অতি সম্প্রতি মুম্বাইতে রাই ক্রিসরি Collection’র ফটোশুট এ বাংলাদেশী তরুণ মডেল রিফাত’র অংশগ্রহণ রিফাত’র জন্য একটি স্মরণীয় ঘটনা।
রিফাত বলেন, মুম্বাই ফ্যাশন উইক এ কাজ করাটা একজন বাংলাদেশী ফ্যাশন মডেল হিসেবে দারুণ সুযোগ। মুম্বাই ফ্যাশন উইক প্রতিটি মডেলের জন্য একটি স্বপ্নের প্রকল্প এবং স্বভাবতই এ কাজটি আমার জন্য একটি স্বপ্নের কাজ!
রিফাতের মিডিয়া যাত্রা শুরু হয় 'মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২'এ দ্বিতীয় রানার আপ হওয়ার ভেতর দিয়ে। সম্প্রতি এই তরুণ ফ্যাশন মডেল হিসেবে আন্তর্জাতিক কিছু ব্র্যান্ডের সাথেও কাজ করার দুর্দান্ত সুযোগ পেয়েছে।
জ.ই